বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

ভ্রমণ ।। অনন্ত সুজন

ভ্রমণ 

অপ্রত্যাশিত অথচ অবিরাম বৃষ্টির আদরে আদরে
আমরা পৃথিবীর বাইরে চলে গিয়েছিলাম! 

বিসর্পিল ছায়াপথ ধরে, ব্রহ্মাণ্ডের অসম্ভব-অনধীত
জংশনে, বন্দরে, রঙধনু বিছানো পথের উপর---
নামিয়ে দিয়েছি ব্যথার প্রপাত,
নিভৃতের অশ্রুপাত কোন! 

যন্ত্রযানে উড়ছি অলৌকিক, অধরা নির্জনে
পেছনে শোভান্বিত তুমি, ধরে আছো কল্প-পারিজাত।
স্কন্ধের মধ্যভাগে আছড়ে পড়ছে প্রশ্বাসের উষ্ণ হিল্লোল 
স্ফুরিত ছোবল রক্তিম উদ্ভাসে বিমন্দ্রিত! 

ঈর্ষাকবলিত গ্রহে গ্রহে শিহরণ, গুচ্ছ গুচ্ছ ঝলক-ঝড়
বিরচিত চুমুর চাঁদমারি আসক্তির আয়াতে অফুরান বাজে!
                      মোহমগ্ন বিউগল যেনো!

আমরা ততক্ষণে নেপচুনের হিমেল বনভূমিতে
বিলীন হচ্ছি একে অন্যের ভেতর!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন