রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

এবং তুমি আসবেই ।। মোঃ নুরুল গনী



এবং তুমি আসবেই 

শ্রাবণের এক বুক আন্ধার জড়িয়ে প্রতীক্ষায়
তুমি আসবে বৃষ্টির আগেই
একরাশ ভেজা গন্ধ সাথে কদমের !
তুমি আসবে- এক টুকরো বাতাসের মত
প্রশ্বাসের সাথে - নিঃশ্বাসের সাথে চলে যেতে যেতেও
রেখে যাবে প্রেমাদ্রতা হৃদয়ের কার্নিশে !
তুমি আসবে দৃষ্টির ভিতর এক টুকরো আলো
দীপ্তিময় ভোর !
তুমি আসবে -শারদীয় মেঘ
বন্ধ্যাত্বের আক্ষেপে আকাশের ক্যানভাস থেকে
মুছে যাওয়ার আগেই -
বাঁক খেয়ে উড়ে যাওয়া কপোতের ডানা থেকে
খসে যাওয়া পালক মাটিতে পড়ার আগেই !
তুমি আসবে-কক্ষপথ থেকে পৃথিবী বিচ্যুত
হওয়ার আগেই, কবিতার ফুলঝুরি নিয়ে
ভোরের পাখীর মত গাইতে গাইতে !
তুমি আসবে-
আমার হৃদয়ে প্রেম অষ্পষ্ট হওয়ার আগেই
এবং রয়ে যাবে সুদীর্ঘ নিঃশ্বাসের মত নীলাভ্রেে
এবং তুমি আসবে শিউলির বোটায় ঝুলে থাকা
কথাগুলো ঝরে পড়ার আগেই !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন