বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

প্রত্যয় ।। শ্রীলেখা চ্যাটার্জী


প্রত্যয় 
              
আমার প্রত্যয় ! তোমায় দিলাম কবে 
প্রস্ফুট আশ্বাস ! ভ্রমরের কাণে কাণে 
ফুলের সঙ্গম ! মুসাফির পথ টানে  
জমাবে বাসরে ছোট ছোট পাড়ী যবে | 

দিগন্ত ভাসানে , অতলে তলিয়ে যায় 
তীব্ৰ বেদনায় ! অসফুট চাহিদা কাঁদে ,
রাতের কপোলে , বৃস্টি হয়ে ঝরে ফাঁদে ;
আমার প্রত্যয় ! মেঘেরা নিলাম চায় | 

বর্ষার দেয়ালে , অরণ্যে মদিরা আসে ; 
জোনাকি নর্তকী ,মাতাল কুহেলী ভ্রূণে !
কুয়াশা জড়ানো বর্ষা বিলাস মৈথুনে !
প্রত্যয় ছড়ায়ে বর্ষার যৌবন বাসে ! 

শিথিল নিয়মে বাঁধা বিধির লিখন ;
বিধৌত সমাজ কার নিদানের ক্ষণ ? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন