বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

মধ্যবর্তী পথ ।। সিয়ামুল হায়াত সৈকত


মধ্যবর্তী পথ 

বাভারীয় আল্পসের উত্তরে যদি এসে
শুকনোর মধ্যে পাখাটির ঘূর্ণন, এক
মায়া অথবা সমুদ্র জানে আগুনের গুণ

প্রেতাত্মা জুড়ে দক্ষিণ মন, ভয় নেই
জেগে উঠলেই ভুল সামতান সম্মুখের
মূর্খ আমি, নিঃসঙ্কোচ–বেঁচে থাকি এইতো
আবার ঘুমে উত্তরের তুমি, আহ্ জাদুকর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন