শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

অস্থিরতার দিনলিপি ।। মতিন বৈরাগী


আস্থিরতার দিনলিপি

ভুমধ্য সাগর থেকে উঠে আসা প্রাণহীন শিশু হাত পা’ নাড়ে
পূর্ব ও পশ্চিমের সন্যাসীরা দেখে শিশুর জন্মক্ষণ গ্রহ-নক্ষত্র রাশির হিসেব
ক্যামেরাগুলো ঝলকায় আর ‘রিপোটার্স ধারাপাঠ’ ইথার কাঁপায়
নপুংশক পৃথিবীর যাবতীয় শৃগাল ও ষণ্ড ফিনে ফিনে বিছানায় পরখ করে
কতটা যোগ্য তাদের প্রবল দণ্ডটি গমনে ঘর্ষণে
শিশুটি এখন ধরিত্রিমাতার শুয়ে আছে কোলে জল ছুঁয়ে গেলে নড়ে
হাত পা ছোড়ে নতুন মুদ্রায়

ফুটফুটে শিশু ক্যামেরার কাঁরুকাজ আরও ঘনো হয়ে বসে মুখে, ঊর্ধমুখী পায়
শাদায় শাদায় ছাতা মেলে আলাপ আয়োজনে শ্যাম্পেন ঠোঁট
কত পড়ে থাকে আফ্রিকায়, কত এশিয়ায়, সোপানের জল দোলে
খাঁচার ভেতর গঞ্জালোর চোখ জ্বলে -উলঙ্গ অধ্যাপক- মুমিয়ার চিৎকার-
দেখে নাও পশু আর মানুষের পরিমাপ
নেশার বড়িতে আইএস লড়ে
চালাও, হত হও বিলুপ্ত হও ফুটো করো ফুটো হও শিসের কামড়
শিয়ালেরা হাসে-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন