শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

নীল বোতাম খুলে হাসছে জানালা ।। দেবাশিস মুখোপাধ্যায়


নীল বোতাম খুলে হাসছে জানালা

রাধা হয়ে আছে সন্ধ্যার শরীর ।পাড়াকে কীর্তনে পেয়েছে । 
করতাল আর খোলের যুগলবন্দী আকাশকে একটি গৌরচন্দ্রিকা দিল । 
রাগ আগে পূর্ব পেলে মেঘেও কৃষ্ণ দর্শন
বাঁশির ঘুম ভেঙে গেলে রান্না পুড়ে যায় । 
পেখম পাবার আগে ময়ূরটি খুঁজি । প্রেমের শীতল কলসটি গ্রীষ্ম চায় । 
কলঘরে ঝরে যাচ্ছে রজস্বলার
কান্না । দেবতাটিকে তবে কী দেবে !
সুদর্শন নাকি পাঞ্চজন্য !

ব্রজের ধূলির ভিতরে গোঁসাই গোপী হয়ে পড়ে । 
নিঃসঙ্গ । একাকী । মন্থর সময় । অতুল প্রসাদে ডোবে । রজনীকান্ত পায়।
পা পা করে চলে যাচ্ছে গোপাল । রাত্রি কখন পরমোৎসব
শবের ভিতরে ভালোবাসা বসে উচ্চারণ করছে নতুন বাসার খবর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন