রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

প্রেম কাতুরে দিন ।। ঝুমা চৌধুরী


প্রেম কাতুরে দিন

তোমার সাথে ঘুমিয়ে পড়ে যে রাত
ভোরের সূর্য তাকে  জাগাতে পারে না
এক কাপ গরম চা ভেঙে দিতে পারে না আলস্য
আচ্ছা তুমি যদি রোজ আদুরে গন্ধ ঢেলে দাও বালিশে!
ভোর ভোর সোহাগী কিছু সংলাপে  ছুঁয়ে দাও কান!!
আমি আর একটু তোমার কাছে,তোমার বুক ঘেঁষে
আমি আহ্লাদ করে দুটো হাত দিয়ে তোমার গলা জড়িয়ে বলি
আর একটু!!
তুমি কি আমায় বকবে!
নাকি আর একটু কাছে টেনে বলবে
 "আচ্ছা বেশ"।

স্নানঘরে ভিজে যায় দেওয়াল মেঝে
ভিজে পায়ের পাতা
আমি হঠাৎ করে জড়িয়ে ধরি তোমায়
যদি চুল ঝড়া জলে ভিজে যায় অফিসের শার্ট!
যদি ভিজে ঠোঁটে গলা দিই ছুঁয়ে!
যদি আবদার করে আঙুলের ডগা খেলে যায়
শার্টের বোতাম ছুঁয়ে ছুঁয়ে
"আজ থেকে যাও" বায়নারা ঘ্যান ঘ্যান করে!
তুমি জানলার কপাট বন্ধ কোরে বলবে তো!!
"আচ্ছা বেশ!"

সেদিন দুপুরে ভাতের থালা অন্য গল্প বলুক!
চুড়ির আওয়াজ বাজুক অন্য সুরে
একটা নুপূর অবহেলায় কোথাও পড়ে থাকুক না হয়!
দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে সন্ধ্যে
যদি তুলসী তলায় প্রদীপ না দিই
শঙখে ফুঁ না দিই
যদি গালে গাল ঘষে বলি, "আজ দেবো না প্রদিপ"
তুমি আঙুলে আঙুলে গিঁট বেঁধে দিয়ে বলবে তো!
"আচ্ছা বেশ"

রাত নেমে এলে জ্বালবো না আলো একদিন
তুমি কি রাগ করবে!!
লাল শার্টিনের রাত পোশাকে ক্লান্তি নামে যদি
তুমি কি রাগ করবে!!
শিশুর মতোই ঘুমিয়ে পড়ি যদি তোমার ডাক না শুনে
তুমি কি রাগ করবে!!
নাকি সকাল হলে আবার নতুন আদর!
বলবে "এবার তো ওঠো"
আমি যদি বলি "আর একটু"
তুমি বলবে তো!!!
"আচ্ছা বেশ"...

                


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন