রবিবার, ১৩ মে, ২০১৮

পরবাস ।। সিত্তুল মুনা সিদ্দিকা










পরবাস


বাঁকা ডালে  বসে শালিক করছে  কতোভঙ্গি,
এই ভূমে আজ থাকি পরবাস, ভাবনা যেন সঙ্গী 
সবার সাথে তাল রাখা দায় ,বুঝবে কতোজন? 
একা একাই  দিনগত হয় , মানে না তো মন।

রবি  আলো হচ্ছে ক্ষীন ,আকাশ রাঙা করে,
এমন  সময় পাখিরা সব ডাকছে  সমস্বরে
ঝড়ো বাতাস এলো হঠাৎ আজি সন্ধ্যে বেলা
এরই সাথে জীবন স্রোতে চলছে ঢেউয়ের খেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন