রবিবার, ১৩ মে, ২০১৮

ডাইনী কাহিনী ।। আব্দুল আজিজ


















ডাইনী কাহিনী




সর্বনাশ!
ডাকাতপুকুর গ্রামের সনাতন টুডুর 
পোয়াতি বউ আজ সকালে মারা গেছে।
গর্ভে ছিল আট মাসের শিশু।
শোকের করুণ বাঁশি বাজছে। 
হঠাৎ আতংকিত এক শব্দ আরো আতংকিত 
করে তুলল গ্রামের শোকাহত মানুষগুলোকে।

ডাইনী!
ডাইনী!

ডুকরে কেঁদে উঠল সনাতনের মা, 
ও লো ঐ কেত্তন ডাইনী মাগী হার বহু টাকে খাইয়্যা লিলে গে। 
মুড়ল কই? ডাইনীর বিধি করুক। 
কীর্তন মুর্মু গ্রামের পুরাতন বৃদ্ধা। 

ডাইনী!

ডাইনী হয়েছে সে সনাতনের মার এমন কথায় সবার 
চোখে জ্বলে উঠল আগুন। এ গাঁ তাদের রক্ষা করতেই হবে।
শশ্মানে সনাতনের বউের দাহ শেষে মোড়ল 
সুনীল মুর্মু প্রাচীন পুঁথির কয়েকটা শ্লোক আওড়ে বলল 
কেত্তন ডাইনী সনার পুয়াতি বহুকে খাইয়্যা শান' 
হইবে না ও মাগি গাঁ উজার করবে।
এ্যার বিহিত হইবে আইজ এ্যাক্ষুনি।
কহো সভাই জয় মারাঙ বুরো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন