সোমবার, ১৪ মে, ২০১৮

প্রলুব্ধ পিঞ্জরের সংলাপ ।। জেবুননেসা হেলেন

















প্রলুব্ধ পিঞ্জরের সংলাপ



দূরাবাসে শৈলীর কারুকাজ,
নিভাঁজ দিনগুলোতে
ফাগুনের এলো চুল ওড়া
 বাতাসের সিম্ফনি,
বিগলিত আবেগের ফেলে
আসা ধানদূর্বার দিনগুলি
আজো সুযোগ পেলেই
পিছু ছোটে,
ছোঁয়াছুঁয়ি খেলার মতই
ছোটায় শ্বাস।

শুধু বিশ্বাসগুলো এলোমেলো
মন- কাঁটায় চিমটি কাটে,
পটের বিবির মত সঙ সেজে
ঘুরে বেড়াই
বেড়ার ফাঁক গলে
জ্বলে থাকা জোনাক!

কেউ ভাবে চৈত্রের বিকার
কেউ ভাবে স্মৃতি-বিভ্রাট...

টুকরোটুকরো আনন্দ-বেদনার
কাব্যে ভরে থাকে
বুকের বাসন্তী মাঠ।

চল সবে ওড়াই ফানুস
মানুষের ঘাটেঘাটে,
জানাই,
বেঁচে থাকা মানেই
নব-শুপ্রভাত...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন