সোমবার, ১৪ মে, ২০১৮

শ্রমাধিকার ।। কবির হুমায়ুন

















শ্রমাধিকার
       

শ্রমিকের ঘাম শুকানোর অাগেই
দিতেহবে পাওনা  ন্যায্যমজুরী  তাহার,
শ্রমোধিকার  করতেহবে নিশ্চত  সবার
যেনো  নাহই-কভু শোষণের হাতিয়ার।

মাঠের ফসল কারখানার পণ্য
যতোসব উৎপাদনের কাণ্ডারি  শ্রমিক,
তাদের অক্লান্ত  পরিশ্রমে  ঘামঝরা-প্রত্যয়
তারাই কেবল খাঁটি  দেশপ্রেমিক।

কামার-কুমার, জেলে,তাতি, মুচি
যতো খেটেখাওয়া শ্রমিকের দল,
তাদের হাতেই অর্থেরচাকা ঘুরে
তারাই একমাত্র দেশের শক্তিবল।

শপথ অাজি মোদের ন্যায্যাধিকারে
শোষণের হাত ভেঙ্গেকরো চুরমার,
গুড়িয়েদাও সব পাষাণ প্রাসাদ
অনিয়মে গড়িয়াছে যতো টাকারপাহাড়!

মানুষ হওয়াচাই মানুষের জন্য
অার দেশহবে মোদের সবার,
উন্নতদেশ অাজি গড়বো মোরা
এই হোক অামাদের অঙ্গীকার । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন