সোমবার, ১৪ মে, ২০১৮

বলতে নিষেধ আছে ।। মতিন বৈরাগী

















বলতে নিষেধ আছে

ওখানে ওই মাটির টিলার উপড়ে কেউ একজন নাকি বসে থাকে
সন্দেহ নেই কারণ লোকে তাই বলে আর বিশ্বাস করে
আর একজনতো একটা গান রচে ফেলেছে সে হোমার চারণ কবি
সন্দেহ নেই যে বসে থাকে এমন একজন কেউ
যে কেবল নিজের হাতটাকেই বিশ্বাস করে আর তার আঙুলে 
ট্রিগার টানার ভঙি
সে যে কবে থেকে এমন আসে বসে কেউ ভালো জানেনা
লোকে বলে তার মৃত্যু হয়েছিল একটা দেশ চাইতে গিয়ে
আর তার যে জমি জিরেত যাতে কিছু ক্ষুদকুড়ো জন্মাতো 
এখন অন্য কারো সেবাদাস-
সন্দেহ নেই আকাশটায় অবসাদ হলে সে উঠে দাঁড়ায়
আর একটা সূর্যকে খোঁজে কোনো এক আকাশে
আর লোকে বলে সে এখন একটা ছায়ামাত্র আসলে রাতেই আসে
টিলাটার উপর একটা সূর্য তার চক্ষু রক্তবর্ণ
আর তারপর সে নিচে নামে
সূর্য ডুবে গেলে টিলাটা আঁধারে হারায়-
কেউ জানেনা আগামী কাল সে আসবে কিনা
সন্দেহের কারণ অনেক আছে, কিন্তু কেউ তা বলছে না
হয়তো বলতে নিষেধ আছে-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন