রবিবার, ১৩ মে, ২০১৮

কবিতা আসছেনা ।। কৃপা আচার্য
















কবিতা আসছেনা


এখন কোনও দুঃখটি নেই
এখন কোনও সুখও নেই
এখন কোনো অনুভূতিটা নেই।

আছি শুধু অর্বাচীন
... উঠোনবাড়ি শব্দহীন;
আসছে না আর কবিতা এখন=
আসছে না, আসছে না
যদিও রাতে জেগেই রই=
হারিয়ে গেছে দূরে কোথায়
সে ঠিকানা জানাও তো নেই
সাড়া নেই
শব্দ নেই
গাছের পাতার নড়ন নেই
ফড়িংগুলোর নাচন নেই,
টিকটিকিদের হা-ডু-ডু নেই,
শালিকদলের ঝগড়াবিবাদ বিতর্কের সেই উৎসব নেই।

কালবৈশাখীর তুমুল নৃত্যের সাজটাও নেই।

নীরব-নিথর ... সাড়াহীন
আছি এক অর্বাচীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন