সোমবার, ১৪ মে, ২০১৮

এক্সপেরিমেন্টাল ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়











এক্সপেরিমেন্টাল

একটি থালা ঢাকা ফুটন্ত কড়াই ...
হালকা আঁচ ...
আর নিজের বুক পকেটে জমানো দু-মুখো কয়েন ...
সবকটি'ই গিঁট দেওয়া দড়ির মতো; 
         — ইন্টারলিঙ্কড

ধর, দড়ির একপ্রান্তে তুমি আর অপর প্রান্তে আমি,
দুপ্রান্ত থেকে দিয়ে চলা দুজনের এক-ফোঁটা জটিল গিঁট 
একে অপরকে দুই-কদম কাছে আনে ৷
কাছে আসার আগুনে আঁচে
দড়ি যেন বাষ্প হয়ে উঠে আকাশ তৈরি করে
উল্টানো থালার মতো 

তবে যে বাষ্প টসে জেতে তা বৃষ্টি হয়ে মাটি ভেজায়ো




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন