সোমবার, ১৪ মে, ২০১৮

অন্ধকার ।। পিডি বিজয়






















অন্ধকার

ছোটবেলায় রাতের অন্ধকার খুব ভয় পেতাম,
এখনো ভয় পাই,তবে অন্ধকার রাত নয়
অন্ধকার সময়।

ঘড়ির কাটার অতিবাহিত সময়ের সাথে মনের কাটা কত বেমানান! 
যত চলছে তত অন্ধকারের ঘনত্ব বুঝতে পারছি।

আজকাল,চোখ বন্ধ করে অন্ধকার নয়
খোলা রাখলেই তা দেখার সৌভাগ্য হয়।

উপলব্ধি করলেই বুঝতে পারা যায়,
সাগরের গভীরতার চেয়ে আমাদের চারপাশের অন্ধকার গভীরতাময়।

গর্ত খোঁড়া মাটিতে বিষের প্রয়োগ, ঝরে যাওয়া ফুলে পরাগায়ণের মত হলেও
সেখানে আলোই নাকি প্রস্ফুটিত হয়।

অথচ, দেখছি অন্ধকার কোন অন্ধকার নয়,
সময়ের পরিক্রমায় অন্ধকারের জন্ম হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন