সোমবার, ১৪ মে, ২০১৮

টিপসই ।। মোহাম্মদ জসিম


টিপসই 

পরিবর্তন চাই। হরেক রকম পরিবর্তন। মানুষের জন্য। পরিবর্তনের সেইসব শ্লোগান নিয়ে গতবার যেসকল বিপ্লবীরা রাস্তায় নেমেছিলো—তাদের মুষ্টিবদ্ধ ডানহাতটি কেটে রেখেছিলো তৎকালীন সরকার।
এবার নতুন সরকার—নতুন রাষ্ট্র। হতভাগ্য, বিকলাঙ্গ বিপ্লবীদের জন্য রাষ্ট্র দিচ্ছে একটি করে হাত। আহা, কি আনন্দ!
হাতগুলো রাজধানী থেকে রওনা হওয়ার পর—মানুষের শ্বাসরুদ্ধকর অপেক্ষা, বিভাগ জেলা উপজেলা হয়ে সেই হাত প্রাপকদের কাছে পৌছুতে কিছুটা খরচ হয়ে গেল, ক্ষয়ে গেল পথে পথে।
কেবল সরকারে বসেছি, দূর্নীতি পুরোপুরি নির্মূল করতে একটু সময় তো লাগবেই—জানালেন মাননীয় মন্ত্রী মহোদয়।
একদিন ঘটা করে একপ্রকার উৎসবের মধ্য দিয়ে সেই হাত তুলে দেয়া হলো বিপ্লবীদের হাতে। ততদিনে ক্ষয় ও খরচা গিয়ে শুধুমাত্র একটি আঙুলই বেঁচে ছিলো। সরকারী কাগজে সেই আঙুলেরই টিপসই দিয়ে তারা প্রাপ্তিস্বীকার করলেন—সম্পূর্ণ হাতটি বুঝিয়া পাইলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন