রবিবার, ১৩ মে, ২০১৮

নদী বিলাস ।। হিরণ্য হারুন








নদী বিলাস 

ট্রেনের দীর্ঘতর ভ্রমণে বৃক্ষ হাঁটে দীর্ঘপ্রস্থে 
দূরের আলোক অশীরী বিন্দু : পতঙ্গ, জীব, পাখি ও জলকণার আখড়া
ঢুকে যাচ্ছে নিরিবিলি, কোথায় বাঁকা লাইন–
সরলরেখা ভুলতে পারিনি।
কোথাকার পথভোলা বগি বেঁকে যায় নি !
আমি একেলা, শত পথিকের শত ঠিকানা
ট্রেন থামে অনেক দূরে–
মহিমাগঞ্জ, শালমারা, সোনাতলা।
পরক্ষণে দীর্ঘশ্বাসের বাঁশিতে ছুটে চলে আরো দূরে
বহুপথ আছে এখনো পাড়ি দিতে
চারপাশে চর্যাখনি, রুদ্রের বিদ্রোহ অনল
চোখ সরালেই থেমে যায় নদী–
আড়ালে-অবডালে গুঞ্জন ওঠে
অক্ষরে অক্ষরে ভেসে আসে শৈশব : 
বাঙ্গালি নদীর টানে কিছুক্ষণ হরিপুর স্মৃতিলোপ
সোনাকানিয়ায় নৌকা ভাসাই
সেই সব স্মৃতি আছে ট্রেনের ক্যারিওনেট ট্র্যাম্পেট তীক্ষ্ণ বাঁশির সুরে
অফুরান্ত রোদলা আকাশ
হেঁটে হেঁটে বাঙ্গালি নদীর তীরে বৃষ্টি ক্ল্যাসিক
অনুভবে শখের নদী ক্যারিওনেট ট্র্যাম্পেট তীক্ষ্ণ বাঁশির সুরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন