সোমবার, ১৪ মে, ২০১৮

বৃষ্টি ।। জাকির মোহাম্মদ


বৃষ্টি
মধ্যরাতের বৃষ্টির ঝাপসা ছিটা জানালার কাচ ভেদ করে শরীরে লাগলো। মুহুর্তেই ফিরে গেলাম সেসব স্মৃতির উঠোনে, যেখানে কোন এক কালে টিনের চাল বেয়ে পড়া পানির স্রোতে রঙিন কাগজে নৌকা বানিয়ে ছেড়ে দিতাম অজানার উদ্দেশ্যে কোন সে সুখের হাসিমাখা মুখে তা আজ বড় রঙহীন বড় ফিকে। 
টিলাগড়ে অপেক্ষায় থাকা মানুষ বুঝে আম্বরখানা থেকে বাইক না আসার কষ্ট, কষ্ট বুঝে সীমাহিন হাহাকার দেখা রাতের জোনাকি পোকাও। চারদিকে এতো পাবার হাতছানিতে না পাবার বেদনা বুঝা দায় কেউ নিতে পারে না, নিবে না। আমাদের অনেক অনেক দায় ঘাড়ে নিয়ে নাচার দিনেও দেখি উল্টোরথে হাঁটে সময়ের হিসাব।
কত স্কীনশটে আবুল হয়ে গেলো খয়েরখাঁ সে হিসাবের হালখাতা খুলতে পারিনি বলে, শুভ নববর্ষের শুভেচ্ছা লেনাদেনার মিষ্টিমুখে কিলিপান তুলে ধানঘরে না তুলতে পারা দেখার হাওরের রাত। বিচিত্র প্রকৃতির লীলাদেখে প্রাণ জেগে উঠে করিম আলীর। বৈশাখী বৃষ্টিতে ভেজা ধানে ঘেরা উঠার আগে চল, ঋণ শেষ করি প্রেমের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন