শনিবার, ১২ মে, ২০১৮

কবির কাঞ্চন এর দুটি ছড়া

মে দিবসের ডাক


শ্রম দিয়ে শ্রমিক হলে
শ্রমিক তুমি, আমিও
শ্রমের ন্যায্য মূল্য দিতে
শ্রমকে নিয়ে ভাবিও।

দেহ ক্ষয়ে কষ্ট সয়ে
শ্রমিক ঝরায় গায়ের ঘাম
কাজের শেষে দিতে হবে
ওদের শ্রমের ন্যায্য দাম।

আমরা যখন মহাসুখে
জীবনযুদ্ধে ধন্য
ওরা তখন স্বপ্ন  দেখে
বেঁচে থাকার জন্য।

ধরার বুকে সভ্যতা পাই
ওদের দেহের ঘাম-খুনে
এসো আজি শপথ করি
মে দিবসের ডাক শুনে।


শ্রমিক


মাথার ঘাম পায়ে ফেলে রক্ত মাংস পানি করে
মরছে শ্রমিক ক্রমে
পথে ঘাটে কিংবা রেলে নিত্য ওদের ভাগ্য পুড়ে
কঠোর পরিশ্রমে।

ওদের ঘামে ওদের ত্যাগে স্বপ্ন গড়ি আমরা করি
অট্টালিকায় বাস,
শ্রমের ন্যায্য মূল্যহীনে স্বপ্ন ভেঙ্গে দিনেদিনে
ওরাই কৃতদাস।

ওদের শ্রমে সভ্যতা পাই ওদের শ্রমে ভুবন রাঙাই
দেশটা হয় সোনা
ওদের শ্রমে কষ্ট কমে মনকাননে সুর যে জমে
স্বপ্নসুখে বোনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন