সোমবার, ১৪ মে, ২০১৮

ফটোগ্রাফার ।। টিপু সুলতান




















ফটোগ্রাফার

চৈত দিনের মাতাল ধোঁয়াটের গ্রীষ্মরোদ
সাদাকালো ছায়াছবির মতন
বেলাশেষের সন্ধ্যায়
ঝরাপাতাগুলো হুট করে নেমে আসে
ধ্রুপদী মগজের ভেতর;
বিচিত্র কল্পনারসে
ছায়াবীথি ঘোর অপটিক্যাল গগজের গ্লাসে
আলোর ফোকাস,
চোখ বড়বড় ক্যামেরায় ক্লিকক্লিক শব্দে
পারিযায়ী নক্ষত্রের হলুদ সাগরে নির্জন সৈকত,চুপিচাপি রাত।
রাতের হাটে ভূতোম পেঁচার মতন তাপহীন চাঁদ
বুনো বনোয়ারাত্রির জোনাকিপোকার ল্যাম্পপোস্ট
দর্শণ পৃথিবীর পৃথুলতায়
আলোর হরমোনে পাঞ্জেরির উল্লাস
ঘুরপ্যাঁচ ধ্যানে
আগামীর বহুমুখী ডিগবাজি খেলছে।
ঐ দেখা যায় সবুজের দল,সুর্যের পাহাড়ে দোল খায়-
বিজ্ঞ ইশারায় দাঁড়িয়ে জেন্দেগির ফটোগ্রাফার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন