রবিবার, ১৩ মে, ২০১৮

ফেরা ।। রাশেদা আক্তার










ফেরা 
 
অনায়াসে তুমি পারতে 
সুখের অগ্র দূয়ার খুলতে ,
পিছু ফিরে ঘুচে দিতে পারতে 
অমোঘ নিয়মের ব্যারিকেড ,
তোমার জন্য সহজ হত সব ।
অভয়ারণ্যে নতজানু হয়ে 
উদ্বার্ত হাহাকার বুকে করে ,
নির্মিলিত নেত্রাভিমানে ,
কাল কালান্তর আর অনিমেষ নিঘন্ট -
ছুটে চলে সীমাহীন দৌরাত্ম্যে । 
তোমার জন্য ছিল আদিগন্ত তটরেখা ,
চলার জন্য সুপ্রশস্ত রঙিন পথ , 
তবু তুমি করলে দেরী ।
অহংকার অহমের দ্বন্দ্ব মিটিয়ে ,
অবশেষে এসে দাঁড়ালে আমার 
হৃদয় মন্দিরে ।
কুয়াশার আঁধার ঘুঁচিয়ে 
তবুও এলে অবসানে, 
রাত্রিময় তিমির অন্ধকার কাটিয়ে 
নিশীথের প্রদীপ হয়ে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন