রবিবার, ১৩ মে, ২০১৮

বাইরে এসো ।। মনোজ জানা















বাইরে এসো  

                                                               

আরে হ্যাঁ, তোমাকে বলছি
বাইরে এসো!
ঘরের ভিতর এত গুজগুজ কীসের?
এখুনি বাইরে এসো, বাইরে এসো বলছি!
কড়িকাঠের নীচে সঙ সেজে মৌ ছড়ালে বসন্ত আসবে বুঝি?
বেহায়া কৃষ্ণচূড়ার দিকে তাকিয়েছ?
অঙ্গবাসে ফুল ফোটেনি এখনো,
পলাশের গায়ে ভ্রমর বসেনি
চতুর্দিকে বসন্তজ্বরের এত পোস্টার—লুপ্তপ্রায় তিথি।
অথচ তুমি ঘরের ভিতর উচ্চাঙ্গ সংগীতে লাফালাফি করছ
কালা নাকি?
আরে হ্যাঁ, তোমাকে বলছি
বাইরে এসো!
রাতের আকাশে চাঁদটা দেখে যাও
ধ্বংসের গন্ধে যেন থালা ভর্তি ভাত
দেরি হলে পুড়ে ফেলতে পারে ক্ষুধিত-পোষা-আগুন।
চেনা পথে এও এক সন্ত্রাস, সন্ত্রাসের বলি—
যার ঘরে রাত্রিগুলো সেদ্ধ হয় নিঃশ্বাস-দাবানলে,
তুমিও তার সন্তান।
মাচার ভিতর ঠান্ডাজলে মাখামাখি হয়ে প্রহর গিলছ
দেওয়ালে সমুদ্রবাহী মেঘের ছবি, হিমবাহের সমাধিচিত্র—
হিম্মত থাকে তো বাইরে এসো
গভীর রাতে দগ্ধিত খাণ্ডববন অপেক্ষা করছে তোমার জন্য
প্রাসাদ ও বস্তির নিকট ল্যাংটা শিয়ালের চিঠি যদিও মূল্যহীন,
পশু-পাখি, বৃক্ষের অপমান?
অস্তমিত বালিয়াড়ি, তোমার চশমায় বয় ধুলোনদী—
অ্যারে হ্যাঁ, তোমাকে বলছি—বাইরে এসো!

                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন