শনিবার, ১২ মে, ২০১৮

ন্যায্য দাবী আমার ।। মজনু মিয়া

ন্যায্য দাবী আমার
             
রোদের গা পুড়ে অর্থের পকেট খোঁজি 
জীবনের আন্ধার দূর করতে,
পথেরা আমার পা টেনে ধরে
হাঁটতে পারি না কাঁদি ব্যথায়!
নির্লজ্জ লোভ মানবিকতা কেড়ে খাচ্ছে,
খাচ্ছে আমার হৃদয়!

আমি কুটিলতা, পংকিলতা বুঝি না
সহজ সরলজীবনবোধ,
খাদকেরা সেই সুযোগে ভিজিয়ে খায়
আমার জিহ্বায় খাদ্য।
ঘর্মাক্ত শরীরে পাশে গিয়ে দাঁড়ালে বলে,
দূরে দাঁড়া গন্ধ আসে,
বেহায়া, বেনিয়া রক্ত পিপাষু জীব;
আমার কলিজা ছিঁড়ে খাস আর-
আমার বিছানায় তুলিস পা;
আমি সইব না,নির্যাতন বন্ধ কর্-
বুঝিয়ে দে, আমার যা ন্যায্য পাওনা-
এই আমি দাঁড়ালাম দ্বারে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন