রবিবার, ১৩ মে, ২০১৮

নক্ষত্রালোক ।। মোহিত অনু








নক্ষত্রালোক

ভুল হয় জেগে থাকা রাতের পান্ডুলিপি...
পিদিম হাতে এক রাত বুকে নিয়ে
এসেছিলো শ্রী পুজারিনী ।
পিদিমের আলোয় সে গায়ে মেখেছিলো
ফোঁটা ফোঁটা হিম।
অদৃশ্য মেঘের নীচে
রেখেছিলো তার যত রঙ ও রূপ
ভোরের আলোয় স্নান করবে বলে ।
তারপর, কুয়াশা ও হিমের ভেতর
তাকিয়েছিলো স্বপ্নদু'চোখ।
শুধু হিমরাত্রি এসেছিলো তার যৈাবনে
যত শিহরণ তার দেহে ফুটেছিলো
হিমে আজও তা গড়ায়নি রোদ্দুরে।
পিদিমের শিখায় পুড়েছিলো সব দীর্ঘশ্বাস, সব দাহ...
বৃষ্টিতে ভেসেছিলো হৃদয়ের আঙিনা ।
পায়ে ভর করে দাড়িয়েছিলো ঝাউবন অম্রকানক।
এক ফোঁটা জলও পড়েনি তার পাতার ভাজে ...
বাতাসে নাকফুল খসে গেলে
শ্রী পুজারিনীর নিভে যায় জোনাকির নক্ষত্রালোক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন