রবিবার, ১৩ মে, ২০১৮

বশিরুজ্জামান এর দুটি কবিতা

বশিরুজ্জামান-এর দুটি কবিতা 

১।

নিজকাঁধে বয়ে বেড়াই নিজেরই জীবন্তলাশ
হৃদয়গহীণ থেকে উঠে আসে কষ্টের দীর্ঘশ্বাস।
কুঁড়াতে কুঁড়াতে সোনালী স্বপ্নের ঝরাপাতা,
ফুরিয়ে গেলো জীবনের সমস্ত রং
হারিয়ে গেলো ইচ্ছেনদী, স্বপ্ন এবং
প্রেম। তবু বেঁচে আছি বুকে জড়িয়ে নষ্টকাঁথা।।


২।

নৈঃশব্দ্য ভেঙে দেয় রাত্রির কোলাহল
মনের গহীনে নামে ডাকাতের দল।
তবু সাহস নিয়ে উজানে দাঁড়িয়ে থাকা,
মরনেও ভয় থাকে নিশ্চুপ
শিশির ঝরে টুপ টাপ টুপ
কুয়াশার রঙে এই স্বপ্নীল স্বপ্ন আঁকা..।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন