শনিবার, ১২ মে, ২০১৮

কাল বৈশাখী ।। হুমায়ুন আবিদ

কাল বৈশাখী

বোশেখ মাসে কাল বৈশাখী
ভাঙ্গে বাড়ী ঘর
বজ্রাঘাতে মানুষ মরে
ভাবতে লাগে ডর।
ক্ষেতের ফসল নষ্ট করে
স্বপ্ন করে চুর
নিঃস্ব কৃষক কাঁদে বসে
দুঃখ হয়না দূর।
শঙ্কায় কাঁপে মানুষের মন
দেখলে কালো মেঘ
আবার যখব দমকা হাওয়াই
বাড়ে ঝড়ের বেগ।
কাল বৈশাখীর কালো ছোঁয়াই
ভাঙে সুখের রথ
তাই বলে কি থেমে থাকে
জীবন চলার পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন