শনিবার, ১২ মে, ২০১৮

মায়ের আঁচল ।। মামুন সুলতান






















মায়ের আঁচল


নিরীহ প্রকৃতির মত চুপচাপ বসে থাকি
বাতাসে নাড়িয়ে যায় বুকের চুল
বৃষ্টিতে ভিজে যায় দেহভূজের গ্রাম
বাতাসের কপাট খুলে সবুজ দেখি
রোদের শরীরে পড়ে বষ্টির দরদ
রোদ নেচে উঠে বিয়েবাড়ি শিয়ালের উঠোনে।
আমি বৌভাত খেতে যাই শ্যামাঙ্গী স্যানালের বাড়ি।


বেঁচে থাকার রসদ জোগাড়ে জুয়াড়ি হই
লটারি টিকিটে খুঁজে ফিরি কোটিটাকার ফ্লাটবাড়ি
মোহ কেটে গেলে নদীর কলকল সুর শুনি
সবুজের ঢেউ দেখি বিলহাওরের বুকে
জীবনের বাঁকে বহুরূপ দেখে অস্থির হই
ব্যাকুল হয়ে হারিয়ে যাই অবাস্তব লীলায়।

ঘরপোড়া স্বপ্ন নিয়ে মায়ের কাছে গেলে
মা আমাকে আঁচল দিয়ে ঘুম পাড়িয়ে দেন
মায়ের আঁচলতলে পাই শতসত্যের খোঁজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন