শনিবার, ১০ মার্চ, ২০১৮

হাসির ছড়া ।। জুঁই জেসমিন

হাসির ছড়া


আকাশ হতে পড়লো ধপাস
মজার জোকার -
সব জান্তা, ভাব মতিতে
নয় ঠেকাবার।
হঠাৎ করে এক পণ্ডিতি
আসলো তেড়ে,,,,
প্রশ্ন করে পাঁচ ভাষাতে
তুই হে কেরে?
প্রশ্ন করলো পণ্ডিতি টা
তিন চারিটে-
জবাব দিবি চিন্তে ভেবে
নাকটি চেটে -!
কোন মাছের নেইকো কাটা
বলতো দিখি-?
জোকার বাবু হাসলো খানিক
মিকিমিখি।
গলা ঝেড়ে বললো জোড়ে
বলছি তবে,,,
ইলিশ মাছের নেইকো কাঁটা
জেনো সবে-।
হাসলো সবাই হো হো করে
জবাব শুনে-
নেই তুলনা এমন তার 
আজব গুণে।
কান নাচিয়ে বলতো দেখি 
বলতো হক
কোন ফলটি মিষ্টি অতি 
নেইকো টক?
খিলখিলিয়ে জবাব দিল 
জোকার বাবু
মিষ্টি অতি নেইকো টক,
 হলো লেবু।
পণ্ডিতি টা বললো হেসে 
আচ্ছা, আচ্ছা!
শেষ প্রশ্ন বলতো এবার, 
বলতো বাছা-
কোন পাখিটি দেখতে ছোটো, 
উড়ে বেশি?
বললো জোকার শেষ প্রশ্ন 
সহজ অতি।
পেঙ্গুইন হলো ছোট্ট পাখি,
উড়ে বেশি-
উল্টো হলো সব প্রশ্নের -
জবাব আহা
হাসলো সবাই, বললো না কেউ 
বাহা বাহা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন