মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

ইতিহাস ।। কে এম বায়েজিদ












ইতিহাস


নিশ্চিত একটা কালো অধ্যায়ের সূত্রে
নতুন ইতিহাস হবে এ মাসে
ধন-দৌলত,টাকা-পয়সা,ব্যাক্তিস্বার্থ
কিংবা কোন ক্ষমতার লোভে নয়;
মাতৃস্বার্থে রচিত হবে সে অধ্যায়।
কতগুলো তাজা প্রাণ ঝরে যাবে
রক্তে রঞ্জিত হবে বাংলার রাজপথ
কৃষ্ণচূড়া মিশে যাবে সে পথে;
জননীর চোখে ঘা হবে কাঁদতে কাঁদতে
অপেক্ষার পথটা হবে সম্পূর্ণ ধোঁয়াসাচ্ছন্ন
কুমড়ো ফুলও শুকিয়ে যাবে অনায়াসে
নববধুর যৌবনে ভাটা পরবে ঠিকি।
তবু মাতৃভাষা আদায়ে পিছপা হবেনা
বাংলার তরুণ দামাল ছেলেরা;
এ ভাষা আমার,আমার পুর্ব পুরুষের
এ ভাষা আমার রক্তে বহমান।
ইতিহাস হবে তাই এ মাসে
নিশ্চিত একটা কালো অধ্যায়ের বিনিময়ে;
এ মাস হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আমার মায়ের অহংকারের আঁচল।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন