বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

আমি যুদ্ধ করিনি তাতে কি ।। দ্বীপ সরকার





আমি যুদ্ধ করিনি তাতে কি

আমি যুদ্ধ করিনি তাতে কি, আমি অস্ত্র ধরিনি তাতে কি
এ দেশকে ভালোবাসি
পতাকার ভেতর রক্তফুল রাশি রাশি।

আমি তখনও পৃথিবী দেখিনি, তখনও ফুলকে বুঝিনি
যতোটা বুঝেছি শূণ্য দশকে এসে
এদেশে পদ্মা মেঘনা যমুনার ঢেউ ভাসে। 

মা, মাটি, নারী - বেদনার ঘর, আকাশে নীলদের ঝলোর
হায়েনাদের চিনে ফেলেছে সবাই
আমরা শুদ্ধতার স্কেলে মেপে নিচ্চি নিজেরাই।

অঙ্কটার হিসেব ছিলো ভুল, কিছু ফাগুন বিষম রোদফুল
ইস ! পতাকাটা যাচ্ছে পুড়ে নিরবে
অাজ একটা কবিতার জন্ম হবে । 

পটভূমিকার ইতিহাস জানি, শয়তান খুব নিকটের - মানি
ঝাপসা অক্ষরে লিখেছি বাংলাদেশ
বিষবৃক্ষের ডালে ঝুলে আছে অবশেষ।

লেখাঃ ৬/৩/১৮ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন