মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

নির্জনতা চাই ।। জেলী আক্তার












নির্জনতা চাই



আগুনে পোড়া মাটির শহর,
পোড়া তেলের ধোয়ায় --
বদ হজমের ঢেঁকুড় ওঠে ।
কাক ডাকা ভর দুপুরে খুঁজে ফিরি পরিত্যাক্ত রেললাইন--
মিনতি করি তিক্ত কোলাহলের অবসানের।
কেন জানি ইচ্ছে করে --
পরিত্যাক্ত রেললাইনে হেঁটে হেঁটে নির্জন প্রকৃতি দেখতে।
ইচ্ছে করে মাটিতে বসানো রেলের পাত দুটোর প্রস্থটা একটু বাড়িয়ে দেই--
আর দৈর্ঘ্যের মাপটা অসীম হয়ে চলে যাক নির্জন দিকশূন্য গভীর জঙ্গলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন