বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

মোকসেদুল ইসলাম এর দুটি কবিতা

















পৃথিবী একটা ওপেন বায়স্কোপ


কিছু স্বপ্ন চিহ্নিত করে রাখি 
ঘুমভাব ঘুম ঘুম পরী
নৈসর্গিক রূপে হাজির আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুধা।
সব রূপ-ই ধার করেছি
আকাশের কাছ থেকে মেঘের কাছ থেকে
বাতাসের কাছ থেকেও নিয়েছি কিছুটা।

শুধুমাত্র মানুষের মুখগুলো আমায় খুব টানে
এমনকি জিরো ফিগারের মেয়ে সেও
আপন ঠিকানা খুঁজি চোখে, মুখে এমনকি বুকেও
যেন দীর্ঘতম পৃথিবীতে সব এক একটা ওপেন বায়স্কোপ।


ডাক


স্তনের বাধ্যবাদকতা মেনে নিয়ে গর্ভবাস শেষে বের হলাম মাত্র। 
অসহ্য অন্ধকারের ভেতর যে অহঙ্কারের বীজটা বাড়তে ছিল
ভ্রষ্টাচারী বধ্যভূমির টান আমাকে আর থাকতে দিল না সেথায়। 
হাতে সময় বড্ড কম 
জোয়ারের জলে দ্রুত ধুয়ে ফেলতে হবে শরীরের পাপ
জলও দেখি অহঙ্কারী অথচ মেঘদের কৃপায় বেঁচে থাকে সে।

সংসারের দরজা খুলে বসে থাকে কেউ কেউ
কে নেবে যৌবনের রসদ? দু’ফোটা জল মাতাল প্রণয়
দখলের নেশায় নয় মধ্যরাতের আদর বইছে যার বুকে
অলীক স্বাদের এ জমির ফসলসমূহ তার।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন