মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

স্বাধীন জন্মভূমি ।। ইয়াসমিন আক্তার মনি









স্বাধীন জন্মভূমি
     

আমরা ভুলে গেছি বাংলাদেশ সৃষ্টির ইতিহাস 
ভুলে গেছি বাংলাদেশের স্রষ্টাকে ।
আমারা ভুলে গেছি স্বাধীন বাংলাদেশের মানচিত্র
বিশ্বের বুকে খোঁদাই করে এঁকে দিয়েছেন তাকে 
বাঙ্গালী জাতি কেমনে ভুলে যায় 
শহীদের রক্তে জড়ানো অর্জিত ইতিহাস ।
যিনি দিয়েছেন নেতৃত্ব বাংলার মানুষকে 
আমরা ভুলে গেছি তাকে ......।
ভুলে গেছি মা ,বোনের লাঞ্চনা ,ইজ্জত
হারানোর হৃদয়ের বেদনাশক্ত ইতিহাস ।
ঐ পাকিস্তানী বরবর বদমাসদের কলঙ্কিত 
ইতিহাস আমরা ভুলে গেছি ।
তোমরা এনে দিয়েছ স্বাধীনতা মোদের 
লাক্ষ শহীদের প্রানের বিনিময়ে ।
হে বাংলার মহান নেতা তুমি এনে দিয়েছ 
স্বাধীনতা আমার দেশের ।
করেছো  পরাধীনতার অবসান মোদের ,
পেয়েছি মোরা স্বাধীন জন্মভূমি ।
আমরা ভুলে গেছি বাংলাদেশ সৃষ্টির ইতিহাস
ইতিহাস বিকৃত হয়ে গেছে অবাক বাংলাদেশ !
এদেশের মানচিত্রের পতাকা এনে দিয়েছ তুমি 
বাঙ্গালী পেয়েছে স্বাধীন জন্মভূমি ।
ভুলিনি তোমায় হে বাংলার মহান নেতা 
শেখ মজিবুর রহমান......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন