বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

ভুলের সব ক্যানভাস পেরিয়ে ।। মহুয়া মুখোপাধ্যায়












ভুলের সব ক্যানভাস পেরিয়ে


পালাতে চাই বেহিসেবি জীবন থেকে
যেখানে অবকাশ পেয়েছে অতৃপ্ত শব্দরা, 
সেখানে থাকবে খোলা আকাশের ভাঙন  
চাঁদ চুঁয়ে পড়া মেঘের গোঙানিতে 

বুকচেরা আকুলি নিয়ে বাতাসে  
আছে কিছু শুকনো হাহাকার
ভেজা সত্যি যখন ঠোঁটের গায়ে লাগে -
স্যাঁতস্যাঁতে কিছু চোখের জল'ও পিছলে যায়- 
বাকরুদ্ধ হয় ঠোঁট  

শব্দেরা পরিশলীলিত নয় 
কথারা কথা শুনতে ভয় পায় তাই -  
চেতনে অবচেতনে হতে থাকে কেবলই ক্ষতবিক্ষত
সশব্দ প্রেমের চেয়ে
নিশ্চুপ ক্ষতবিক্ষত হওয়া অনেক সুন্দর 
তবু ,ক্লান্ত লাগে 
মাঝে মাঝে নিখাদ ইচ্ছে জাগে 
ঘুটঘুটে অন্ধকারে সবার আড়ালে -
যদি পলাতক হতে পারতাম

ঠিক ভুলের সব ক্যানভাস পেরিয়ে -
মুক্তি, মুক্তি, মুক্তি  নিতাম - 
নিঃশব্দে চুপিসারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন