বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

সুন্দরবন সমাচার ।। আক্তারুজ্জামান লেবু

















সুন্দরবন সমাচার

১.
সুন্দরবন একটি পরিপূর্ণ কবিতার নাম-
সুতরাং আপনি কবিতা লিখতে সুন্দরবনকে কপি করলে 
চলেনা-- কখনোই না।
২.
আপনি এই অসময়ে সিগারেট হাতে কেন আমি জানি
একটু আগেই কবিতার খাতায় উগলেছেন কিছু সস্তা প্রতিবাদ
এখন একটা ছদ্ম নাম খুঁজতে বৃক্ষের নিচেই দাঁড়িয়ে আছেন
বুকে এত ভয় নিয়ে বৃক্ষের মুখোমুখি দাঁড়ান কি করে শুনি?
৩.
এই যে সুন্দরবনের ফাঁসির রায় হলো
পুড়িয়ে ফেলা হলো সুন্দরবনের স্বপক্ষের সমস্ত নথিপত্র 
তবুও তো সে আটকে দেয়নি নিশ্বাসের গোপন তত্ত্ব
প্রতিরক্ষার সমর কৌশল- অহিংসবাদ
সুতরাং আপনাকে বুঝতে হবে
শুধু কবিতা লিখে পার পেয়ে যাওয়ার মত ধারক নিয়ে 
সুন্দরবন দাঁড়িয়ে থাকেনা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন