বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

মুখোশ ।। আবুল বাসার








মুখোশ

মুখোশের আগে মুখ
নাকি মুখের আগে মুখোশ
মানুষ চিনতে মানুষের লাগে
সত্যি বহুত যুগ ৷

এক মুখে থাকে আদর্শনীতি 
এক মুখে ছলনা ;
এ সব তোমার কেমন রীতি 
বলো বঙ্গ ললনা !

কাল যা ছিল তাঁতের শাড়ী 
আজ তা বমকাই !
আজ যা হবে লাল বেনারসী
কাল তার খোল নাই ৷
সীমন্তের সীমানা লালে
ভেদ শুধু টাকাটাই !
এক দিকে থাক সুগন্ধি বুক
চোখ জুড়ে রোশনাই,
আর দিকে সুখ ভরা বুক
অন্তরে আলো নাই !
মুখ ও মুখোশে দড়ি টানাটানি
সংসার পুড়ে ছাই ৷

একদিকে ফোঁটে ভোরের চামেলি 
এক দিকে রাতে বেলি ;
গোলাপ রজনী দিনান্তে মুখোশে
সব ছিড়ে দেয় ফেলি ৷

মধুকর পাখি আজ সব ফাঁকা
ফড়িং তবু ছন্দে ,
রাত ভোর হলে সুগন্ধি ফুল
পড়ে রাস্তার বক্ষে !

খোলা থাক পথ অচল অবাক
জীবন নদীর সন্ধ্যে
একা পথ চলা নির্বাক্‌ সবলা
আজকে নদীর বক্ষে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন