মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

৭ মার্চের ভাষণ একটি স্বপ্নচারী কবিতা ।। বাদল মেহেদী









৭ মার্চের ভাষণ একটি স্বপ্নচারী কবিতা
            

যে কবিতা বলেছিল শেখ মুজিব সাত মার্চ রেসকোর্স ময়দানে
আমরা লড়েছি সে কবিতায় মুক্তিযুদ্ধ একাত্তরে
সে কবিতার ভাষা বুঝেছিল বাঙালি
সে কবিতার ভাষা শানিত তরবারি

সে কবিতায় পেয়েছে বাঙালি নতুন জাতিসত্তা
সে কবিতায় অস্ত্রধরে শ্রমিক কৃষক হাজার জনতা
সে কবিতা উদ্ধৃত হয় বাংলার ঘরে ঘরে
সে কবিতা বাঁচতে শেখায় শির উঁচু করে
সে কবিতা বদলে দেয় জাতির পতাকা
সে কবিতা বাংলার মানচিত্রে আঁকা

যে কবিতা বলেছিল শেখ মুজিব সাত মার্চ রেসকোর্স ময়দানে
আমরা লড়েছি সে কবিতায় মুক্তিযুদ্ধ একাত্তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন