মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

তবু ফাগুন আসুক ।। অভিলাষ মাহমুদ











তবু ফাগুন আসুক



এ ফাগুনে কোকিল ডাকে না। বসন্তের হিম বাতাস।
ভালো লাগে না,
ভালো লাগে না।
রাঙা পলাশ চুপসে আছে,
কৃষ্ণচূড়ার বাগনও খালি,
কবিতা লেখায় মন স্থির হয় না কবির।
অভিমানী চাঁদ ছড়ায় না জোছনা। এ মনোদিঘীতে আর খেলা করে না
ভালোবাসার স্বরপুটি...
অসময়ে আকাশ নীলাভ বর্ণ ধারণ করে।
রমণীর কালো চুলের মতো মেঘ গর্জন করে
ময়ূর পেখম মেলে নাচে না আনন্দে।
প্রকৃতি কেমন বেরসিক হয়ে পড়ে। পড়শি বৌদিরা ধান ভানতে শিবের কির্তন গেয়ে আর কোমর দোলায় না খুশিতে।
তবু ফাগুন আসুক...
কোকিল গান করুক
প্রকৃতি সাজুক নব পত্র- পল্লবে।
স্বস্তির হাওয়ায় আকাশগাঙ্গে-
ভাসুক মেঘের পানসি।
নাচুক ময়ূর সুখে পেখম মেলে।
বৌদিরা জোছনার আলোয়
নবান্নের ধান ভানতে ভানতে
কোমর দুলিয়ে দুলিয়ে নাচুক
আর গান করুক মহানন্দে।
কবি লিখুক-
দেশ প্রেম, মানব প্রেম ও প্রকৃতি
প্রেমের কবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন