বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

উপমার খোঁজে ।। বীরেন মুখার্জী












উপমার খোঁজে 

ফেলে দেওয়া দানার ভেতর উঁকি দিয়েছিলে, না-বালক ঈর্ষা থেকে তবুও ফেরাইনি কথোপকথন; লক্ষ্য করো- এভাবেই, খুব কাছের সুড়ঙ্গে চোখ রেখে আহ্বান জানাতে পারতাম অমোচনীয় এক সম্পর্কের যুগ্ম পৃথিবীকে, অথচ- শীতনিদ্রা পৃথক হতেই, কালো পাখি ভালোবেসে বেরিয়ে এসেছি উপমার খোঁজে; আর কণ্ঠস্বরের তীব্রতা থেকে খসে পড়া উন্মাদনা
সরিয়ে জাগিয়ে তুলেছি ভ্রমণের শর্ত!

 এভাবে, দিনানুদিনের প্রার্থনা থেকে যে সংশয় তোমাকে মুখর রেখেছিল, তার রং এবং মৌলিকত্ব নিয়ে, পারতাম, প্রশ্নশীল     হতে; স্মৃতির মালকোষে গেঁথে দিতে পারতাম সার্বভৌম স্বর ও সংকেত! এখন ঋতুর আবহ ভাঙছি, সন্ধান করছি দল             নিরপেক্ষ হাওয়ার; সামনে বসন্ত দিন... প্রতিজ্ঞা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ধারণাবিন্দু থেকে বিচ্ছিন্ন হতে পারছি না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন