বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

অভিবাসী ।। মোহাম্মদ ইকবাল












অভিবাসী 



গোধূলির আকাশে হঠাৎ একশত আশি ডিগ্রী বাঁক 
নিয়ে উড়ে গেল একঝাঁক অতিথি পাখি, 
গন্তব্য শহরের শান্ত স্নিগ্ধ ঝিল,
পালকের আচ্ছাদনে ওরা এক একটি অভিবাসী হৃদয়,
নীড়ের উষ্ণতা তাদের ক্ষনিকের,
সময়ের প্রয়োজনে বারংবার যাযাবর!
মানুষের এক একটি ঘর থাকে দেশ থাকে।
একটি ঘরে অনন্তকাল কাটিয়ে দেয় মানুষ,
কখনও কখনও কেউ ঘর হারিয়ে ফেলে 
কেউ কেউ দেশও!
কেউ কেউ ঘরের রাস্তা কখনওই খুঁজে পায়না।
অতিথি পাখিরা বছরের এই সময় ঠিকই ফিরে শহরের 
এই স্নিগ্ধ ঝিলে এবং প্রতি বছরই ফিরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন