মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

আত্নপরিচয় ।। নাসির ওয়াদেন












আত্মপরিচয়
         

কত বৃষ্টি হইল। একটি গাত্রও ভিজিল না ।

পুবালি দুয়ার খুলিয়া অরুণ আসিল
রাতের কথাগুলোকে সংগ্রহ করিয়া
অরতিগুলো ভাজিয়া খাইলাম ।

পাখিনির পালক ভিজাইয়া দিল আলোক

অন্ধকার আসিয়া  অন্ধকারের গাত্রে
চড়িল, আদর করিল, অশ্রু ভিজিল,
অন্তরের সহিত অন্তরের ব্যবধান বাড়িল ।

স্পৃহা মিলনের আকাঙ্খায় সারারাত জাগিয়া রইল
কিন্তু, ষড়যন্ত্র কিছুতেই বাউল গাইল না । ফুলও ফুটিল না।

আমিও আত্মপরিচয়হীন হইয়া রহিয়া গেলাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন