সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

শরৎ ।। বিচিত্র কুমার

শরৎ

সাদা মেঘের লুকোচুরি
কাশফুলেরা দোলে,
নদীর বাঁকে শাপলা-শালুক
কে যেন ভাই তোলে?

সুদূরেতে ঐ নৌকা বাঁধা
মুগ্ধ ভাটির গান,
মন ছুটে যায় ঐখানেতে
হৃদয় করে আনছান।

ব-দ্বীপেরই বিশাল মাঠে
সবুজ ধান হাসে,
দু'চোখে আমার কত স্বপ্ন
আনন্দতে ভাসে।

অপরূপা এ প্রকৃতি যেন
সাজে নব বধূর বেশে,
শরৎ এসে উঁকি দেয়
ষড় ঋতুর বাংলাদেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন