মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

চন্দ্রবিন্দু সাঁতার ।। হিরণ্য হারুন



চন্দ্রবিন্দু সাঁতার


জল দেখলেই ইচ্ছা করে— যিশুর বুকে চালাই চাকু !
পৃথিবীতে বাডুক ঝর্না 
নদীর বুকে জল
প্রেমিকার বুকে পাহাড়
রাজপথে রক্তের স্রোত।
গণতন্ত্র রক্ষাপাক, ঘুমিয়ে যাক পরিবারতন্ত্রের হাত
ক্ষুধার্ত মানুষ পান করুক— রক্তিম সূর্য।
.
জলে বানে খেলা ছলে
বাইবেলের বর্ণিত ইশ্বর সাঁতার কাটে
কূলহীন পৃথিবী
মানুষ্যহীন রাত
মানবতাহীন গণতন্ত্র—  সাঁতারু সে এক অন্যায়। 
.

আলোর বেগে— তার চেয়েও কম
বিশ হাজার ভাগের একভাগ গতিতে
সাঁতার কাটি মহাবিশ্বে
দু'বছরের অন্যায়হীন গণতন্ত্রে ভবিষ্যৎ এগিয়েছে একশো আটানব্বই বছর!
এ-এক হেঁয়ালি-ব্যাপার, চন্দ্রবিন্দু সাঁতার। 
১৫.০৬.১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন