মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

উপন্যাসঃ স্বপ্ন ও শেষ অধ্যায় ।। তৈমুর মল্লিক







স্বপ্ন ও শেষ অধ্যায় 
                      (খণ্ড ৩) 


রিনি নিজের রুমে বসেই অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে নিজেকে টেনে নিয়ে চলেছে । এর আগে কখনও এমন হয়নি । ঘরের বাহিরে উজ্জ্বল রোদ, ঘরের ভিতরে কেন অন্ধকার এই প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পায়না সে। কেনই বা আবার দেয়াল ঘড়িটা পরিস্কার দেখতে পাচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না । 
এতসব চিন্তা করতে করতে বালিসে মুখ লুকায় রিনি ।
আচমকা দরজায় নক করার শব্দ ভেসে আসে কানে । কেউ ডাকছে তাকে । একলাফে উঠে দাঁড়ায় । তখন বাইরে থেকে ভেসে আসে – “রিনি দরজা খোল” । 
রিনি বুঝতে পারে এটা রুমির গলা । দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় ।
কি হয়েছেরে তোর? তুই কি ভুলে গেছিস আজ সকালে আট্টায় একটা জরুরি ক্লাস আছে? তুই তো ক্লাস ফাকি দিসনা। 
রুমির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রিনি । 
কি হলো কথা বলিস না কেন ? 
রুমির এমন প্রশ্নে নিজেকে ফিরে পায় রিনি । 
এতগুলো প্রশ্ন একসাথে করলে কি করে উত্তর দেব আমি?
রুমি কিছুটা অবাক হয়ে - তোর ভিতরে কোন টেনশনই নেই যে? কটা বাজে দেখেছিস? 
রিনি রুমির সামনে থেকে চলে যায় । কোন উত্তর না দিয়ে ব্রাশ হাতে তুলে নিয়ে ওয়াস রুমের দিকে যেতে যেতে বলে , কয়টা বাজে দেখতো রুমি? 
রিনি ঘড়ির দিকে তাকিয়ে বলে - সাতটারও বেশি । 
রিনি এবার একেবারে স্বাভাবিক ভাবেই বলে - ও মাই গড। 
রিনির এই অদ্ভুত আচরণে অবাক না হয়ে পারে না ওরা । ফিস ফিস করে রুমি আর বিথি কিছু একটা বলে । 
এই রুমি জানালাটা একটু খুলে দে। 
রিনির কথায় রুমি ফিরে তাকায় জানালার দিকে , জানালা কি খুলবে , ওটাতো খোলাই । 
কি বলছিস রুমি , জানালা খোলাই আছে । 
এবার রিনি নিজেই এগিয়ে যায় জানালার দিকে । হাঁ তাইতো , রুমি ঠিক বলেছে । একটা স্থানে দাঁড়িয়ে চুপ হয়ে যায় সে। কে খুলেদিল জানালা? 
কথাটা বোলেই কিযেন ভাবতে লাগলো রিনি। 
রুমি এবার এগিয়ে এসে রিনির হাত ধরে বলে –তোর শরীর ঠিক আছেতো ? 
তেমন কিছুনা রুমি। একটা স্বপ্নের কথা ভাবছিলাম। 
এবার বিথি মুখ খোলে , রিমি কি হয়েছে ওর ? এমন করছে কেন? 
বুঝতে পারছিনা বিথি। 
এতক্ষণ পরে রিনি বিথিকে দেখতে পেলো , কেমন একটা ঘোরের মধ্যে ছিলো সে, এতক্ষণ সে দেখতেই পায়নি বিথি দাঁড়িয়ে আছে ।
বিথি তুমি আমার রুমে? আমিকি ভুল দেখছি নাকি? 
না, তুমি ভুল দেখছ না রিনি । 
রিনি নিজেকে গুছিয়ে নিতে নিতে ভাবছে, আসলে কি হয়েছে আমার ‼ বিথিকে আমি এতক্ষন দেখিনি কেন?
রুমি, বিথি কি তোর সাথে এসেছে? 
কেন তুই দেখতে পাসনি? 
কোন উত্তর দেয়না রিনি। 
নিজেকে একটু আড়াল করে রাখতে চায় রিনি , তাই খোলাসা করে কারো কোন উত্তর না দিয়ে বলে- 
চল আমরা বের হয়ে যাই। অনেক দেরি হয়েগেছে।
।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন