মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

তাপস কিরণ রায় এর দুটি কবিতা


ময়না তদন্ত
ময়না তদন্ত কি পারে ?
সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলি  ছিঁড়ে কেটে
সংযোগ খুঁজে ফেরা।
খোলা বুকের হৃদয় তখন মরে গেছে--
জীবন পৃষ্ঠাগুলি আর খুলবে না কোন দিন !
বেদনার ঝুলি খুলে সে আর কোন দিন পড়তে চাইবে না কিছু।
এখানেই থেমে গেছে সমস্ত স্মৃতি।
আড়াল
রং উচ্ছ্বাসে নেচে উঠলাম আমি।
সময়ে ক্ষণ দৃশ্যগুলি পাল্টে যায় অবিরাম।
রঙিন মোড়কের ভেতরে রাখা উৎসুক তুমি,
উঁকি দাও বারবার, স্মিত হাসি তুমি ধরে রাখো আপাত স্মৃতিতে।
ওই সেই মুখ, প্রতিদিনের ফুল ফোটার খেলায় তোমাদের লুকোচুরি--
যেন ফুলের উৎসবে ধরা আছে রং মেলা।
তবু তোমার ছিঁড়ে নিতে ইচ্ছে হবে একটি গোলাপ,
তুমি ত জানই কাঁটার আঘাতে ছিন্ন হবে তোমার অনামিকা,
বিক্ষিপ্ত তুমি তবু আড়াল থেকে ছিঁড়ে নিতে চাও ফুল।
নাসারন্ধ্রে টেনে নিতে চাও সে কোরক স্পর্শ।
তারপর পরখে খুঁটে নেবে তার চোখ নাক মুখ, কোমল দেহ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন