মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

কসম ।। সুশান্ত হালদার



কসম  
পেটে ক্ষুধা....
মুখে না বলা কথা
চোখে অগ্নিময় জ্বালা
গলায় পড়েছে দীর্ঘশ্বাস আটকা
কি করে বাঁচি বলো প্রিয়তমা?

বলেছিলে এখানে বারুদ থরেথরে ঠাঁসা
ফসফরাসের গন্ধে ঘুম আসে না
জোনাকিরা বলে যায় অজানা কথা
তবে কি মৃত্যু এখানে গড়েছে বাসা?

ভিক্ষুকের থালায় আধুলির টানাহেঁচড়া
কাঁটাতারে ঝুলে গেছে মানবতা
বন্দুকের নলে টার্গেট ফেলানিরা
তবে কি এখানে মানুষ, মানুষের হবে না?

নরম কেদারায় বসে দিব্যি করেছো তামাশা
গরীবের রক্ত চুষে উঠিয়েছো মুখে ফেনা
লালসায় ধর্ষক যেন হিংস্র হায়েনা
তবুও কি তিন্নি-রূপা হবে না এখানে বহ্নিশিখা?

রক্তের কসম
শরতের ভোরে যদি ফোটে নীলপদ্ম শতেক
মহিষাসুর বধে দেবী নেমে আসবে মর্তলোকে
কাশফুলের শুভ্রতায় শুধুই ভালোবাসবো তোমাকে!
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন