মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

সুদিনের অপেক্ষা বিধবা মায়ের ।। সজল মালাকার



সুদিনের অপেক্ষা বিবধা মায়ের



দৈত্যের মতো নিশ্চল দাঁড়িয়ে আছে তমাল তরু
কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ
দিঘীর জলে হংসের মতো ভাসছে,
ক'টি তারার হাসিতে ঘুমভাঙা পাখির
ডানার শব্দে ভীত আরশোলা টের পাইনি
উৎ পেতে থাকা বিড়ালের অস্তিত্ব।
শেঁয়ালেরা হাঁকে; জানলার ফাঁকে
উঁকি মারে জোছনার আলো,
ঘুমন্ত যুবকের বুকে চুম্বনচিহ্ন এঁকে
চুপিসারে পালিয়ে যায় স্বপ্নাভিসারি।
আযানের ধ্বনিতে বয় ভোরের মিষ্টি হাওয়া
গ্রাম্যবধূর এলোচুলে অন্ধকার আত্মগোপন করে
পূবের আকাশে আগুন রাঙা সূর্যকে
অভিবাদন জানিয়ে দিবস ঘোষণা করে
বনের সবুজ এবং ভোরের পাখি।
দিন আসে দিন যায় বিবধা মায়ের
দশটি বছর ধরে সুদিনের অপেক্ষায়
ছেলে তার ইউনিভার্সিটিতে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন