মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

শান্তি ।। শিস খন্দকার

   
শান্তি



     শান্তির বহুমুখী আয়োজনে এটি একটি মাত্র দৃশ্য
     ধর্ষণের সুবিধার্থে খুন করা হলো স্বামীকে
     নিরুপায় স্ত্রী চেয়ে দেখলেন; কোলের ছ'মাস বয়সী শিশুটিও—
     মৃত স্বামীর পাশে নির্বিঘ্নে ধর্ষণ করা গেলো স্ত্রীকে এবং খুনও!
     মৃত মাতার স্তনে মুখ গুঁজে শিশুটি সুখ পাচ্ছে ভেবে কেটে নে'য়া হলো স্তনদ্বয়
     পৃথিবীর বুকে ঝুলে থাকা অজস্র স্তন শিশুটিকে বাঁচিয়ে রাখবে ভেবে কাটা হলো শিশুটির গলাও!
     তৃপ্তির চূড়ান্ত ঢেকুর তুলতে জ্বালিয়ে দে'য়া হলো সমস্ত বাড়ি
     দোর্দণ্ডপ্রতাপে জ্বলছে শান্তি...

     আমার এদিকেও মানুষ শান্তিতে আছে বেশ—
     কলঙ্ক নিয়ে বেঁচে থাকার চাপমুক্তি—হত্যা করা হচ্ছে ঠিক ধর্ষণের পর;
     হত্যার পর করা হচ্ছে গুম—হারিয়ে গেছে ভেবে বেঁচে থাকার সান্ত্বনা;
     ধর্ম উদ্ধার করতে ভাঙচুর হচ্ছে বাড়ি-ঘর—হয়তো সন্তুষ্ট হচ্ছেন ঈশ্বর... 

    আর কত শান্তি চাই? মহোদয়গণ, ভেবে দেখবেন আর কতো? 
    আমাকেও নোবেল দিন—আমাকেও, অং সান সু-চির মতো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন