মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বিদ্ধস্ত বাতিঘর ।। অনন্যা রহমান অনু



বিধ্বস্ত বাতিঘর
আজ তোমার নিঃসঙ্গ অবসরের নিক্তি
ভারী হলো অনুতাপ ।
বড্ড দেরি করে ফেললো তোমার নিঃসঙ্গ ভাবনা ।
আমি যখন একাকি নিঝুম  আঁধারে
দেখিনি তোমায় পাশে প্রদীপ হাতে,
ব্যথার তাপে হৃদয় খণ্ডিত শত ভাগে
আমায় করেছে নীল প্রতিক্ষণে ।
তবুও আসোনি কাছে দুহাত বাড়িয়ে
ভালোবাসার ঝরনা হয়ে ।
তোমার অনুতাপ তখন সর্বভোগের
লালসার চাদরে ঢেকে গেছে
সীমাহীন এক না ফেরার প্রতিজ্ঞা পথে ।
তুমি ফিরেও দেখোনি তখন
তোমার দেওয়া বিষাক্ত ছোবলে আমি কতটা নীল ।
আজ অনুতাপের নিঃসঙ্গতায় জাগাতে চাইছো
এই জরাজীর্ণ বিমূর্ত মমিকে ?
কী হবে বলো শুষ্ক বালুচরে কান্নার জল ঢেলে ।
আজ আর কোনো কিছুতেই ভেজাবে না মন ।
মরে গেছে সেই সপ্তদিঘির তাজা গন্ধে ভরা ফুল,
নিভে গেছে দূর বাতিঘরের প্রদীপ,
ভেসে গেছে সুনামির বানে এক একটি সপ্নঘর ।
আর পড়ে আছি আমি অপেক্ষায় দূর অনামিকা হবো বলে ।
সেই তো ফিরলে বড় দেরি করে, আমার আঁধার ঘরে
নিজেকে নিঃসঙ্গ করে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন