মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বার বার আসিবো ফিরে ।। ইয়াসমিন আক্তার মনি


বার বার আসিবো ফিরে'
        
দেখেছি উদার নীল আকাশ 
চন্দ্র তারা সূর্য,রংধনুর সাত রঙের 
আবির।  

দেখিছি সমুদ্রের জোয়ার-ভাঁটা
 তার কাছ থেকে নিয়ে এসেছি বিসালতা 
দেখেছি সূর্য উদয়-সূর্যাস্তের খেলা , 
মুক্ত বলাকারা ডানা মেলে উড়ে বেড়ায়
ঝিনুক কুড়িয়ে মুক্ত খুঁজে নিয়েছি 
সঞ্চিত রয়েছে বক্স বন্ধি আমার কাছে 
যদি কোন দিন আমার প্রিয়া আসে  
মুক্তোর মালা গেঁথে পরাবো তাকে।

আকাশের নীল রং তারই ছায়া 
পরেছে সমুদ্রের বুকে।

মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় 
দেখেছি আকাশের সাথে পাহাড়ের মিতালী  
মাঝে রয়েছে পাহাড়ী বনফুল  
ঝরনা ধারায় অবিরাম মুগ্ধ হাঁসি ।

পাহাড়ের বুকে হয়নি আমার ঠাই 
কান পেতে শুনতে চেয়েছি কি কথা 
বলে পাহাড় আকাশের সাথে?  
বুঝে চলে এসেছি পাহাড় ছেড়ে 
সেই চেনা ঢাকা শহরে।  

আসতে আসতে পথে দেখে নিলাম   
সবুজে ঘেরা ছোট বড় চা বাগান 
মাঝে দেখেছি বাহারী জঙ্গলা ফুল ,
মনে এঁকে রেখেছি.........   
আকাশ,সমুদ্র, পাহাড় আর চা বাগানের 
মনোরম সুন্দর্য্য।
হে পাহাড়, সমুদ্র আমি আসিবো 
তোমাদের কাছে বার বার ফিরে।।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন